উগ্রপন্থী জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)কে সহায়তার পরিকল্পনার দায়ে যুক্তরাষ্ট্রের আমেরিকার পেনসালভেনিয়া রাজ্যে বসবাসরত বাংলাদেশি দম্পতি শহিদুল গাফফার ও নাবিলা খানকে কারাদণ্ড দেয়া হয়েছে৷ আইএসে যোগ দিতে নাবিলার দুই ভাইকে সিরিয়া যেতে উৎসাহ ও আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে।
মার্কিন বিচার মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাফফারকে ১৮ মাস ও নাবিলাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে৷ বিবৃতিতে বলা হয়, ‘’এই দম্পতি নাবিলা খানের ভাইদের যুক্তরাষ্ট্রের জন্য প্রত্যক্ষ হুমকি হিসেবে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠী আইসিসে (ইসলামিক স্টেট) যোগ দেয়ার প্রচেষ্টায় উৎসাহ জুগিয়েছেন ও আর্থিক সহায়তা দিয়েছেন৷’
Bangladeshi Husband and Wife Sentenced For Conspiring to Provide Material Support to ISIS https://t.co/n4gAiEO8fT
— U.S. Attorney EDPA (@USAO_EDPA) September 9, 2021
আদালতে দাখিল করা নথিপত্রে বলা হয়েছে, ২০১৪ সালের সেপ্টেম্বরে তারা ঐ ভাইদের ভ্রমণ পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেন৷ ২০১৫ সালে গাফফার ও নাবিলা ইসলামিক স্টেটে যোগ দিতে সিরিয়া যেতে নাবিলার দুই ভাইকে আর্থিক সহায়তা দিয়েছেন৷