সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ১’শ ৭১ মেঃওঃ প্লান্টের ২ নং ফটকের ভেতরের আমবাগানের ডাল কেটে অসংখ্য পাখির বাসা অপসারণ করায় অগণিত বক ও পানকৌড়ির বাচ্চা মারা গেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে প্রকাশ, ‘ গত ৮ সেপ্টেম্বর বেলা ১১ টায় বাঘাবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের নতুন ব্যবস্থাপক প্রকৌশলী এমদাদুল হক নিজে দাঁড়িয়ে থেকে মজুরিভিত্তিক লেবার বাবুল সরকারকে দিয়ে বাগানের ডাল কাটান ও পাখির বাসাগুলো ভেঙ্গে দেন। এতে অগণিত পাখির বাচ্চা মারা যায়। এ ঘটনায় সেখানে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভের সঞ্চার হলেও চাকরি হারানোর ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলছে না।’
এদিকে, বাঘাবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ১’শ ৭১ মেঃওঃ প্লান্টের ২নং ফটকের ভেতরের আমবাগানের ডাল কেটে অসংখ্য পাখির বাসা অপসারণের ফলে অগণিত পাখির বাচ্চা মারা যাবার ঘটনাটি চরম নিষ্ঠুরতা হিসেবে আখ্যায়িত করে নির্মম এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা উচিত বলে বিজ্ঞমহল মতামত ব্যক্ত করেছেন।