নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের উল্লাস করেছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজ জেতার আনন্দ কখনও করতে পারেনি। এবার সেই আক্ষেপও জুড়ালো মাহমুদউল্লাহরা। তৃতীয় টি-টোয়েন্টি হেরে যে ধাক্কা লেগেছিল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজ (মঙ্গলবার) সিরিজ জয়ের উল্লাসে মাতলো লাল-সবুজ জার্সিধারীরা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চতুর্থ টি-টোয়েন্টি ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। যদিও নিউজিল্যান্ডের ৯৩ রানের সংগ্রহটাই কঠিন হয়ে উঠেছিল বাংলাদেশের জন্য! শেষ ওভারে গিয়ে জয় নিশ্চিত করে ৪ উইকেট হারিয়ে। তাতে এক ম্যাচ আগে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিলো স্বাগতিকরা।
এই সিরিজের আগে টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে জয়ের ইতিহাস ছিল না বাংলাদেশের। সেই তাদের বিপক্ষেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিলো মাহমুদউল্লাহরা। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে সফরকারীদের অল্পতে আটকে রেখে মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে নিশ্চিত করে জয়। সত্যিকার অধিনায়কের মতো ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ডানহাতি ব্যাটসম্যান ৪৮ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৪৩ রানে। নাঈম শেখের ২৯ রানও রেখেছে অবদান।
এই দুজন ছাড়া বাংলাদেশের কোনও ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। দুর্দান্ত বোলিংয়ে টপ অর্ডার চেপে ধরেছিলেন এজাজ প্যাটেল। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে তার শিকার ২ উইকেট। কোল ম্যাকনকি পেয়েছেন ১ উইকেট।
ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ। অসাধারণ বোলিংয়ে তিনি ভেঙে দিয়েছিলেন কিউইদের ব্যাটিং লাইনআপ। ৪ ওভারে ২ মেডেনসহ ১০ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কার তার হাতেই মানায়।