বাংলাদেশে এখন পর্যন্ত টিকা ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ২৯২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২৮ জন।
এ দিকে গণ টিকার আওতায় দ্বিতীয় ডোজের প্রথম দিন ছিল মঙ্গলবার। এদিন দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৩০ লাখ ১৬ হাজার ৭০৬ ডোজ টিকা। যার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৭৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৭ লাখ ৯১ হাজার ২৮ জনকে।
এ দিন দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এ সব তথ্য দেওয়া হয়।
এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ২৪১ জন। দেশে টিকা এসেছে ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ ডোজ দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৭৩ লাখ ১৬ হাজার ৪১০ ডোজ টিকা মজুত আছে।