রেফারির বাঁশি বাজল, খেলা শুরুও হলো তবে খেলা শুরুর সাত মিনিটের মাথায় ম্যাচ রেফারি খেলা স্থগিতের ঘোষণা দিল। হ্যাঁ, এমনটাই ঘটেছে ফুটবল বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর এক লড়াইয়েই। সুপার ক্লাসিকোতে ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই মাঠে গড়াতেই স্থগিতের ঘোষণা আসে।
লাতিন আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল রোববার রাতেই, অফিসিয়াল বিবৃতিতে জানায়, ম্যাচ রেফারি স্থগিত করে দিয়েছে ফিফা আয়োজিত বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচ।
‘ম্যাচ রেফারি ও ম্যাচ কমিশনার ফিফার শৃঙ্খলা কমিটির কাছে এ নিয়ে প্রতিবেদন দেবে। তার উপর ভিত্তি করে পরবর্তী করণীয় ঠিক করা হবে। এই প্রক্রিয়া বর্তমান নিয়ম দৃঢ়ভাবে অনুসরণ করেই এগোবে। বিশ্বকাপ বাছাই পর্ব ফিফার প্রতিযোগিতা। এ ব্যাপারে সকল সিদ্ধান্ত ক্ষমতা আছে কেবল ওই প্রতিষ্ঠানেরই।’—বিবৃতিতে জানায় কনমেবল।
আর্জেন্টিনার খেলোয়াড়রা কোয়ারেনটাইন নিয়মভঙ্গ করায় ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা খেলা স্থগিতের নির্দেশনা দেয়। মুলত ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা ইংল্যান্ড থেকে ব্রাজিলে এসে কোয়ারেনটাইন নিয়ম না মেনেই ম্যাচ খেলতে নামে আর এতথ্য কানে যেতেই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা।
স্থগিত হওয়া ম্যাচের পরেও লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপে শীর্ষে আছে ব্রাজিল। সাত ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল, সমান ম্যাচে আর্জেন্টিনা ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে।