অক্সফ্যাম-বাংলাদেশের সহায়তায় বেসরকারী উন্নয়নসংস্থা ও ওয়েভ ফাউন্ডেশন এর উদ্দ্যেগে এসিটি প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী তরুন সাংবাদিকদের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। গত দোসরা সেপ্টেম্বর নগরীর আভাস কার্যালয়ে এই প্রশিক্ষণ শুরু হয়ে শুক্রবার বিকেলে শেষ হয়।
তিনদিন ব্যাপী নাগরিক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষনে বরিশাল,বরগুনা ও গাইবান্ধা জেলার মোট ২৪ জন তরুন অংশ নিয়েছে। সংবাদ তৈরী, নাগরিক সাংবাদিকতার মাধ্যমে মাঠ পর্যায়ে দূর্যোাগের ঝুঁকিহ্রাস ও সাড়া দান প্রক্রিয়ার অভিজ্ঞতা অন্যদেরমধ্যে ছড়িয়ে দেয়ারলক্ষ্যে এ প্রশিক্ষণেরআয়োজনকরা হয়। প্রশিক্ষণ প্রদান করেন বরিশালের সিনিয়র সাংবাদিক সুশান্ত ঘোষ, স্বপন খন্দকার বরিশাল সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শ্যামল সেনগুপ্ত, ও উন্নয়ন সংগঠক সুবীর কুমারসাহা। সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান।প্রশিক্ষন শেষে তৃনমূল পর্যায়ে থেকে আগত সকল প্রশিক্ষণার্থীকে অংশগ্রহণকারী সনদ প্রদান করা হয়।