সম্প্রতি কোভিড বিধি মেনে সাড়ম্বরে কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমরিয়াল হলে অনুষ্ঠিত হয় সাহিত্যানুষ্ঠান। সাহিত্যবন্ধু সোমনাথ নাগের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক পঞ্চবান কাব্যচর্চা পর্ষদের পঞ্চবাণ মহাসম্মেলন অনুষ্ঠিত হল।
এই অনুষ্ঠানে ৯১জন পঞ্চবাণ কবির একক কাব্যগ্রন্থ এবং ২০৮ জন কবির দুটি করে পঞ্চবাণ কবিতা নিয়ে শুধু পঞ্চবাণ কাব্যের শারদ সংখ্যা প্রকাশিত হয়। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন- বর্ষীয়ান কবি দেবপ্রসাদ বসু, কাব্যভারতী কবি সঞ্জয় কুমার মুখোপাধ্যায়, পঞ্চবান কাব্যস্রষ্টা কবি সুশান্ত ঘোষ, নিগমানন্দ মণ্ডল, কবি বিশ্বনাথ ভট্টাচার্য প্রমুখ। পাশাপাশি ওপার বাংলার বেশ কয়েকজন কবি মনোজ্ঞ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন।
এদিন কবিদের বই প্রদানের সঙ্গে সঙ্গে পদক ও প্রশংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা ও সঞ্চলনা করেন সাহিত্যবন্ধু তথা যূথিকা সাহিত্য পত্রিকার সম্পাদক সোমনাথ নাগ।