আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পাঞ্জশির উপত্যকা দখলের লড়াইয়ে এক দিনে প্রায় ৬০০ তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা।
স্থানীয় সময় শনিবার এসব তালেবান সদস্য নিহত হয় বলে দাবি করেন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অফ আফগানিস্তানের মুখপাত্র ফাহিম দাশতি। রাশিয়ার সংবাদমাধ্যম স্পুৎনিকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে ফাহিম দাশতির একটি টুইটবার্তা তুলে ধরা হয়। ওই টুইটে ফাহিম বলেন, ‘(শনিবার) সকাল থেকে পাঞ্জশিরের বিভিন্ন জেলায় প্রায় ৬০০ তালেবানকে নির্মূল করা হয়েছে। এক হাজারের বেশি তালেবান ধরা পড়েছে বা আত্মসমর্পণ করেছে।’
বিদ্রোহীদের মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, আফগানিস্তানের অন্য প্রদেশগুলো থেকে প্রয়োজনীয় সামগ্রী পেতে বেগ পেতে হচ্ছে তালেবানকে।
গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মধ্য দিয়ে দেশটির ক্ষমতার প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ নেয় তালেবান। তবে পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নিতে পারেনি সংগঠনটি।