বাংলাদেশে এ পর্যন্ত ২ কোটি ৭৬ লাখ ৭ হাজার ৩১৬ ডোজ করোনা করোনা (কভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৫ লাখ ২৬ হাজার ৩০৯ জন মানুষ।
এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৯ লাখ ৩০ হাজার ৪৫৮ আর নারী ৮১ লাখ ৫০ হাজার ৫৪৯ জন । দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫১ লাখ ৯৪ হাজার ৭৪৮ আর নারী ৩৩ লাখ ৩১ হাজার ৫৬১ জন।
এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১৫ লাখ ৩০ হাজার ২০৩ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৯ হাজার ৯৭৪ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ২৪ লাখ ৫৯ হাজার ০০১ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৩৫ লাখ ১৮ হাজার ১৩৮ ডোজ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ১৮৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৮৪ লাখ ৮ হাজার ৪৮০ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ১০ হাজার ৭০৯ জন নিবন্ধন করেছেন।