রাস্তার গর্ত কেড়ে নিয়েছে ছেলের প্রাণ, তাই রাস্তায় কোনও গর্ত দেখলেই ভরাট করে দেন সবজি বিক্রেতা বাবা

সিদ্ধার্থ সিংহ
সিদ্ধার্থ সিংহ
4 মিনিটে পড়ুন
দাদারাও বিলহোর। ছবি সংগৃহীত।

রাস্তায় কোনও গর্ত চোখে পড়লেই হল, ছোট গর্ত হলে সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে মুঠো মুঠো স্টোনচিপ বের করে সেটা বুজিয়ে দেন। আর বড় গর্ত হলে আশপাশ থেকে ইটের টুকরো কুড়িয়ে এনে সেই গর্ত ভরাট করেন।

শুধু তাই-ই নয়, গর্ত সমান করার জন্য তিনি তাঁর সঙ্গে সব সময় রাখেন একটা দূরমুশ। কারণ তিনি দেখেছেন, শুধু স্টোনচিপ বা ইটের টুকরো দিয়ে গর্ত বুজিয়ে দিলেই হয় না, গাড়ির চাকা বার কতক ওর উপরে পড়লেই আবার যে কে সেই হয়ে যায়। তাই গর্ত বোজানোর পরে তিনি সেটা দূরমুশ করে দেন। তিনি এটা করেন, যাতে আর কারও সাইকেল কিংবা স্কুটারের চাকা ওই গর্তে পড়ে দুর্ঘটনা না ঘটে।

না, একদিন দু’-দিন নয়। একটানা পাঁচ বছর ধরে এই কাজ করে আসছেন মুম্বইয়ের আন্ধেরির (পূর্ব) বিজয়নগরের মধ্যবয়সী এক সবজি বিক্রেতা। নাম দাদারাও বিলহোর। এই কাজ করতে গিয়ে নিজের ব্যবসার ক্ষতি হয় প্রতিনিয়ত। তবু তিনি তাঁর কাজে অনড়।

যে কাজ পুরসভা বা পূর্ত দফতরের কর্মীদের করার কথা, সে কাজ তিনি নিজে যেচে করেন কেন? প্রশ্ন করতেই কেঁদে ফেললেন ৪৬ বছর বয়সী এই সবজি বিক্রেতা। আসলে ২০১৫ সালের ২৮ জুলাই ভানদুপের এক পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার পর খুড়তুতো এক ভাইয়ের সঙ্গে মোটরবাইকে করে বাড়ি ফিরছিল তাঁর ১৬ বছরের ছেলে প্রকাশ।

- বিজ্ঞাপন -
3 8 রাস্তার গর্ত কেড়ে নিয়েছে ছেলের প্রাণ, তাই রাস্তায় কোনও গর্ত দেখলেই ভরাট করে দেন সবজি বিক্রেতা বাবা
নিহত প্রকাশ। ছবি সংগৃহীত।

তখন জোগেশ্বরী-ভিখরোলি সংযোগস্থলে চলছিল পৌরসংস্থার সড়ক মেরামতির কাজ। রাস্তা খোঁড়া হলেও পুরো জায়গাটা ভরাট করা হয়নি। এখানে সেখানে খানাখন্দ ছিল। প্রবল বৃষ্টির পর সেই সব গর্ত ছিল জলে ভর্তি।

পৌরসংস্থার পক্ষ থেকে সতর্কবার্তা দিয়ে সেখানে লাগানো ছিল না কোনও বোর্ডও। তেমনই একটি গর্তে পড়ে উল্টে যায় প্রকাশদের মোটরবাইক। প্রকাশ এবং তার খুড়তুতো ভাই কয়েক ফুট দূরে ছিটকে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় প্রকাশের। খুড়তুতো ভাই রাম গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যায়।

ছেলের মৃত্যুর সুবিচার পেতে আইনি লড়াইও চালাচ্ছেন বিজয়নগরের এই বাসিন্দা। তিনি জানান, পুরসভার বরাত পাওয়া যে বেসরকারি সংস্থা রাস্তা খুঁড়েছিল, সেই সংস্থার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ (অবহেলাজনিত কারণে মৃত্যু) এবং ৩৩৮ (প্রাণঘাতি আঘাত করা) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এর ফলে রাস্তা মেরামতির কাজে যুক্ত থাকা মুম্বই পৌরসংস্থার এক কর্মকর্তা এবং এক ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে অবশ্য তাঁদের জামিনে ছেড়ে দেওয়া হয়। যৎসামান্য সামর্থ্য নিয়ে আইনি লড়াই লড়লেও, এর পাশাপাশি, আর কারও সন্তান যাতে রাস্তার গর্তের জন্য দুর্ঘটনার কবলে পড়ে এই ভাবে মা-বাবার কোল খালি করে এই পৃথিবী ছেড়ে চলে না যায়, সে জন্য ছেলের পারলৌকিক ক্রিয়া শেষ হওয়ার পর দিন থেকেই তিনি এই ভাবে রাস্তা সারিয়ে চলেছেন।

2 12 রাস্তার গর্ত কেড়ে নিয়েছে ছেলের প্রাণ, তাই রাস্তায় কোনও গর্ত দেখলেই ভরাট করে দেন সবজি বিক্রেতা বাবা
রাস্তার গর্ত কেড়ে নিয়েছে ছেলের প্রাণ, তাই রাস্তায় কোনও গর্ত দেখলেই ভরাট করে দেন সবজি বিক্রেতা বাবা 36

প্রথম প্রথম এলাকার লোকেরা ছিলেন নিছকই কৌতূহলী। ভেবেছিলেন, দু’-চার দিন পরেই তিনি হাল ছেড়ে দেবেন। কিন্তু যখন দেখলেন ব্যাপারটা তা নয়, তখন দাদারাও যেখানেই রাস্তা সারাতে থাকেন, এগিয়ে যান স্থানীয় বাসিন্দারাও। সাধ্য মতো সাহায্য করেন তাঁকে।

- বিজ্ঞাপন -

দাদারাও রাস্তা সারান আর কাঁদেন। বলেন, আমার একটা মেয়ে রয়েছে। বাড়িতে আমি কান্নাকাটি করলে ও আরও ভেঙে পড়বে, তাই… তাঁর নিকটজনেরা আশা করেন, এ ভাবেই রাস্তার খানাখন্দ ভরাট করতে করতে দাদারাও হয়তো একদিন নিজের বুকের ক্ষতটাও, পুরোপুরি না হলেও অন্তত খানিকটা সারিয়ে তুলতে পারবেন!

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
২০২০ সালে 'সাহিত্য সম্রাট' উপাধিতে সম্মানিত এবং ২০১২ সালে 'বঙ্গ শিরোমণি' সম্মানে ভূষিত সিদ্ধার্থ সিংহের জন্ম কলকাতায়। আনন্দবাজার পত্রিকার পশ্চিমবঙ্গ শিশু সাহিত্য সংসদ পুরস্কার, স্বর্ণকলম পুরস্কার, সময়ের শব্দ আন্তরিক কলম, শান্তিরত্ন পুরস্কার, কবি সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কার, কাঞ্চন সাহিত্য পুরস্কার, দক্ষিণ চব্বিশ পরগনা লোক সাহিত্য পুরস্কার, প্রসাদ পুরস্কার, সামসুল হক পুরস্কার, সুচিত্রা ভট্টাচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার, অণু সাহিত্য পুরস্কার, কাস্তেকবি দিনেশ দাস স্মৃতি পুরস্কার, শিলালিপি সাহিত্য পুরস্কার, চেখ সাহিত্য পুরস্কার, মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার ছাড়াও ছোট-বড় অজস্র পুরস্কার ও সম্মাননা। পেয়েছেন ১৪০৬ সালের 'শ্রেষ্ঠ কবি' এবং ১৪১৮ সালের 'শ্রেষ্ঠ গল্পকার'-এর শিরোপা সহ অসংখ্য পুরস্কার। এছাড়াও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তাঁর 'পঞ্চাশটি গল্প' গ্রন্থটির জন্য তাঁর নাম সম্প্রতি 'সৃজনী ভারত সাহিত্য পুরস্কার' প্রাপক হিসেবে ঘোষিত হয়েছে।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!