ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন জোটের ঘাঁটিতে রবিবার হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তাতে ৩০ জন সেনা নিহত ও ৬০ জন আহত হয়েছে বলে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে। বলা হচ্ছে, ইয়েমেনে এটি সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে লাহজি প্রদেশে অবস্থিত আল-আনাদ সামরিক ঘাঁটি। এটি ইয়েমেন সরকারের নিয়ন্ত্রিত এলাকা। দেশটির সাউদার্ন ফোর্সের মুখপাত্র মোহাম্মদ আল-নাকিব বলেছেন, এই ঘাঁটিতে হুথি বিদ্রোহীরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
বাসিন্দারা বলেছেন, আল-আনাদ এলাকায় কয়েকটি বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাওয়া যায়। কিন্তু বিদ্রোহীদের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের সরকারকে সমর্থন করে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকার ২০১৪ সাল থেকে যুদ্ধে জড়িত। হুথি বিদ্রোহীদের সমর্থন করে ইরান। বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নিয়েছিল। তারপর থেকেই শুরু হয় যুদ্ধ।
২০১৯ সালে হুথি বলেছিল, তারা আল-আনাদ ঘাঁটিতে একটি ড্রোন হামলা করেছে। তখন মিলিটারি প্যারেড চলছিল। দেশটির সরকার তখন বলেছিল ওই হামলায় ৬ জন নিহত হয়েছিল। যার মধ্যে গোয়েন্দা বিভাগের একজন শীর্ষ কর্তা ছিলেন।