পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তরাঞ্চলীয় উপকূলে নৌকাডুবিতে ৪৮ জন নিখোঁজ হয়েছেন। ৬০ জন যাত্রী নিয়ে অবৈধ পথে স্পেনে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সমুদ্র ও সেনেগাল নদীর মোহনা থেকে ৩৫ কিলোমিটার দূরে গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে জীবিত ও ১ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। নৌবাহিনীর বরাত দিয়ে সেনাবাহিনী জানিয়েছে, জীবিত ১১ জনের মধ্যে ৮ জন সেনেগাল ও ৩ জন প্রতিবেশী দেশ গাম্বিয়ার নাগরিক।
পশ্চিম আফ্রিকা উপকূল থেকে স্পেনে অবৈধ অভিবাসী প্রবেশের রেওয়াজ বহু বছরের। তবে বরাবরের চেয়ে চলতি বছর এ অনুপ্রবেশ অনেক বেড়ে বেড়ে গেছে।