আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরের একটি গেটে আত্মঘাতী বোমা হামলার কিছুক্ষণের মধ্যে কাছাকাছি অবস্থানে থাকা ব্যারন হোটেলের কাছে বিস্ফোরণ হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা কৌশল কমিটির সদস্য অ্যালিসিয়া কিয়ার্ন জানান, এই বিস্ফোরণে অনেকে আহত হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, এই ব্যারন হোটেলেই ব্রিটিশ ও আফগানদের দেশ ছাড়তে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করছে।
ব্রিটিশ এমপি টুইটারে লিখেছেন, ব্যারন হোটেলের উত্তর গেটে একটি বোমা বা গুলিবর্ষণে হামলা হচ্ছে। এতে প্রত্যাহার প্রক্রিয়ায় বিপর্যয় ঘটবে। অনেকেই আহত। যারা নিহত ও আহত হয়েছেন তাদের সমবেদনা।
তার সহকর্মী নুস গণি জানান, বিস্ফোরণের সময় তিনি কাবুল বিমানবন্দরের বাইরের একজনের সঙ্গে ফোনে কথা বলছিলেন। তিনি সুস্থ আছেন এবং নিরাপদ স্থানে যাচ্ছেন।
লেবার পার্টির ছায়া পররাষ্ট্রমন্ত্রী লিসা নন্দি জানান, কাবুল থেকে পাওয়া খবর ভয়াবহ। তিনি বলেন, এই হামলা ভীরুতাপূর্ণ এবং যারা এরই মধ্যে দেশ ত্যাগ করছেন তাদের অকল্পনীয় ত্রাস।