বাগেরহাটের রামপালে ঘূর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য অর্থের চেক বিতরণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি ৷
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা প্রদাণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে এ টিন ও চেক বিতরণ করেন তিনি। এ সময় তিনি উপজেলার ১শত ১৪টি পরিবারের প্রত্যেকের হাতে দুই বান টিন ও ৬ হাজার টাকার চেক তুলে দেন। এছাড়াও ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকেও এ সহায়তা দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুদ্দীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান।
পরে উপমন্ত্রী হাবিবুন নাহার উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও আনসার সদস্যদের আবাসিক নতুন ভবনের উদ্বোধন করেন৷ এরপর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত এবং কৃষক ও কৃষানীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেছেন উপমন্ত্রী হাবিবুন নাহার।