নাটোর পৌরসভায় মঙ্গলবার দুপুরে সরকার দলীয় এক কাউন্সিলরকে প্রকাশ্যে অন্য আরেক কাউন্সিলর মারপিট করেছেন বলে নাটোর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ পত্রে তিন নারী কাউন্সিলরসহ ছয়জন কাউন্সিলরকে সাক্ষী করা হয়েছে।
নাটোর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নাটোর পৌরসভার ৩নং ওয়ার্ডের সরকার দলীয় কাউন্সিলর নান্নু শেখকে পৌরসভার প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ডের সরকার দলীয় কাউন্সিলর আরিফুর রহমান মাসুম তার সহযোগী স্বপন, আশিক, সালমান, সজিব ও জিল্লুসহ প্রকাশ্যে পৌরসভা চত্বরে মারপিট করে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।
এর আগেও কাউন্সিলর আরিফুর রহমান মাসুম পৌরসভার বিভিন্ন কাউন্সিলর ও পৌরসভার সহকারী প্রকৌশলী মো. গোলাম মোস্তফাকেও একই ভাবে মারপিট করেন বলে অভিযোগে বলা হয়। বলা হয় পৌরসভার সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই এর প্রমান পাওয়া যাবে।
এ বিষয়ে কথা বলার জন্য কাউন্সিলর আরিফুর রহমান মাসুমের মোবাইল ফোনে কল দিলে তার ছোট ছেলে জানান, তার বাবা বাসায় নেই।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।