বঙ্গবন্ধু তুমি কবি,
যে মাতৃভূমিতে রচিত হয়েছে তোমার মহাকাব্য
বাঙালি জাতির আত্মপরিচয়, ভাষা-সংস্কৃতি,
আর বাঙালি জাতীয়তাবাদ ;
তুমিই দিয়েছিলে…
শোষণহীন সমাজ গঠনে
দৃঢ় প্রত্যয়ের ডাক।
যে প্রত্যয়ে উদ্ভাসিত হল ;
অসাম্প্রদায়িক সূর্যোদয়।
প্রতিষ্ঠা পেল…
ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মিনার,
এভাবেই নন্দিত হয়েছে তোমার শাশ্বত নাম–
যে নামে মিশে আছে,
গণতন্ত্র, নিয়মতন্ত্র ও সংবিধান…!
তা্ই, তুমি আজও সকলের মাঝে দোয়েলের ডাক,
গরির-দুঃখীর নির্ভরতার অনুরাগ…. ;
.
তুমি হলে বাঙালি জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
নক্ষত্রখচিত অমর অক্ষরে লেখা প্রিয় তোমার নাম।
অমর অক্ষরে লেখা প্রিয় নাম
এই নিবন্ধটি শেয়ার করুন
প্রাবন্ধিক, সমাজসেবক ও অধাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, অমৃত লাল দে মহাবিদ্যালয়।
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন