বিস্ময় বাংলা ! বিস্মিত করলে তুমি
জন্ম তোমার আজন্মের স্বাধীনচেতা ভূমি।
বিস্ময় বাংলা ! স্বদেশ থাকবে না পরাধীন
ক্রমে ক্রমে জমা পড়ে মুক্তিপাগল দিন।
বিস্ময় বাংলা! চিরবিস্ময়ের ভূমি কে চুমি
শপথ নিল লক্ষ কোটি প্রাণ, জননেতা তুমি।
বিস্ময় বাংলা ! বিস্ময়ে হয়েছে হতবাক
হে জনদরদী, দিলে ৭ই মার্চের অবিস্মরণীয় ডাক।
বিস্ময় বাংলা ! জমাখরচের গচ্ছিত হিসেবী খাতা
মহাবিপ্লবী মহাচেতনার কাছে হার কুচক্রী সাবজান্তা।
তোমার তর্জনী বলে দিল নাহি দিব মা’র কণ্ঠস্বর
সইব না আর কলুর বলদের মতো হাহাকার।
হে মহান নেতা তোমায় সেলাম তোমায় কুর্নিশ
রক্ত দিয়ে ভাসিয়ে গেলে হে অমিয় অজেয় মণিষ।
রক্তের নদী সাগর পেরিয়ে পৃথিবী করে প্রদক্ষিণ
তোমাকে হারিয়ে বাঙালি আজ হয়েছে সংজ্ঞাহীন।
কাণ্ডারী মোর সারথী মোর অনন্ত ঊর্ধ্বে তব ঠাঁই
বাংলার বুকে জাতির পিতা বঙ্গবন্ধু বিস্ময়ে ভরা চিরবিস্ময়।।
আমার বঙ্গবন্ধু
এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন