দীর্ঘ দিনের পুঞ্জিভূত ক্রোধ আর
সীমাহীন ঘৃনা রাশি রাশি,
সহসা দূর হয়ে গিয়ে
মুখেতে ফুটলো হাসি।
চির কাঙ্খিত সেই রায়টি যখন
কার্যকর হয়ে গেল,
আইনের প্রতি সব জনতার
শ্রদ্ধা বেড়ে গেল।
বাঙ্গালী পেল ন্যায় বিচার আজ
সুদীর্ঘ প্রতিক্ষার পরে,
তাইতো আজি খুশির জোয়ার
বাংলার ঘরে-ঘরে।
টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত
নামলো খুশির ঢল,
আইনের শাসন প্রতিষ্ঠায় বাঙ্গালী
মুছলো চোখের জল।
সত্যের জয়, চিরসত্য হলো
তিনটি যুগের পরে,
পাহাড়সম বাঁধা ঠেলে
অনেক-অনেক কষ্ট করে।
কোটি কোটি বাঙ্গালীর মুখে তাই
স্বতস্ফূর্ত সেই হাসি,
শেখ মুজিবের খুনীদের যখন
কার্যকর হলো ফাঁসি।