আগামী বৃহস্পতিবার থেকে দেশের সব পর্যটন কেন্দ্র খুলে দিচ্ছে সরকার। এদিন থেকে খুলে দেয়া হবে রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রগুলো।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায়-
আগামী ১৯ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র আসনসংখ্যার ৫০ শতাংশ ব্যবহার করে চালু করতে পারবে।
স্বাস্থ্যবিধি মেনে সড়ক, রেল ও নৌপথে সব ধরনের গণপরিবহন চলাচল করতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চার মাসের বেশি সময়ের বিধিনিষেধ বুধবার থেকে তুলে নেয়া হয়।