নাটোর সদর উপজেলা গোডাউনে পচা ও নিম্নমানের চাল প্রবশে করানোর সময় ৫৯১ বস্তা চালসহ ট্রাক জব্দ করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা খাদ্য গোডাউনের ৬নং গোডাউনে আনলোড করার সময় সংগ্রহকৃত ওই চাল জব্দ করা হয়।
পুলিশ ও খাদ্য গোডাউন কর্মকর্তারা জানান, নাটোর ও নলডাঙ্গা উপজেলার আঃ রহমান, তৈয়ব আলী ও আঃ মান্নান নামের তিন মিল মালিকের নাম করে নাটোর পৌর আওয়ামীলীগের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলালুজ্জামান বেলু সিরাজগঞ্জের কামারখন্দ থেকে ৫৯১ বস্তা চাল নিয়ে আসে।
সকালে ওসি এলএসডি মফিজ উদ্দিনের তত্ত্বাবধানে চালের বস্তাগুলো গোডাউনে আনলোড করা হয়। এসময় স্থানীয়রা পচা ও নিম্নমানের চাল দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেয়।
পরে সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন গিয়ে পচা ও নিম্নমানের চাল জব্দ করে। এসময় ওসি তদন্ত আব্দুল মতিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীনন্দ্র লাল চাকমা জানান, ‘মানের চাল নিশ্চিত হওয়ার পরে চাল গোডাউনে প্রবেশ করতে দেওয়া হয়নি। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন জানান, ‘গোডাউনে যাওয়ার পর ট্রাকে ৪১৭ বস্তা চাল জব্দ করা হয়েছে। বাকী চালের বস্তা তার আগেই আনলোড করা হয়েছিল।
সেগুলো আলাদা করা সহজসাধ্য নয়। জব্দ তালিকা তৈরী করা হয়েছে। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠিয়েছি। তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’