২০২০-২০২১ অর্থবছরে এ যাবৎকালের সর্বোচ্চ রাজস্ব ৭৭ কোটি ৭৪ লাখ ৩১ হাজার ৫৪৭ টাকা আদায় করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।
আর এরই ধারবাহিকতায় চলমান অর্থাৎ ২০২১-২০২২ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ১১৩ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ২২ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ গত বছরের থেকে এ অর্থবছরে থেকে ৩৫ কোটি ৮২ লাখ টাকার থেকেও বেশি রাজস্ব খাতে আয়ের কথা বলা হয়েছে। আর যেটি অর্জন হলে দুইদশকের মধ্যে সর্বোচ্চ রাজস্ব আয় হবে এটি।
মঙ্গলবার (১০ আগস্ট) ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ঘোষনাকালে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
আর সিটি করপোরেশনের হিসেব শাখা বলছে, পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর ১৯ বছরের মধ্যে এটাই সর্বোচ্চ রাজস্ব আদায়। ২০২০-২১ অর্থবছরের আগে ২০১৯-২০ অর্থবছরে ৫৩ কোটি ৬০ লাখ,২০১৮-১৯ অর্থবছরে ৫২ কোটি ৬৩ লাখ, ২০১৭-১৮ অর্থবছরে ৪১ কোটি ২৩ লাখ, ২০১৬-১৭ অর্থবছরে ৪২ কোটি ৯৫ লাখ এবং ২০১৫-১৬ অর্থবছরে ৩০ কোটি ৫৯ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। এছাড়া এর আগের অর্থবছরগুলোতে রাজস্ব আয় আরো কম ছিলো।