ঈশ্বর
কালবৈশাখী এল
উড়ে যায় শাদা থান
উড়ে যায় নির্জলা একাদশীর বিধান।
পরাশর সংহিতার বাণী মন্ত্রে
বর্ণালী উচ্ছল অরুণ এয়োতি চিহ্ন।
জীর্ণ সংস্কার পদানত
নির্ভীক দৃঢ়চেতা দরিদ্র ব্রাহ্মণ
এগিয়ে চলেন অমিত অগ্নিতেজে।
এক নতুন ভোরে জেগে উঠেছিল
রাধা পাপিয়া দেবলা বিরজা
আরো শত শত নিরুদ্ধ নারীহৃদয়
“কন্যাপেবং পালনীয়া শিক্ষণীয়াতিযত্নতঃ”
এক নব যৌতুক দিয়ে যান তিনি…