যাঁরা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ নিতে পারেননি, তাঁদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। দু-তিন দিনের মধ্যে ফের শুরু হচ্ছে এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। প্রথম ডোজ দেওয়া টিকার কার্ড নিয়ে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া যাবে।
আবার গত ২৪ জুলাই জাপান থেকে আসা দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা হাতে থাকায় তা দেওয়া শেষ হলে ফের আবার অপেক্ষায় থাকতে হবে পরবর্তী লটের জন্য। তবে আগামী সপ্তাহে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরো প্রায় ২৭ লাখ টিকা আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পূর্বনির্ধারিত সময় পেরিয়ে গেলেও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেওয়া ১৫ লাখ ২১ হাজার ৯২৯ জন দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন।
এদিকে আগামী ৭ আগস্ট থেকে গ্রাম পর্যায়ে ক্যাম্পেইনের আওতায় টিকাদান কর্মসূচির প্রস্তুতি শুরু হয়েছে। অনেক এলাকায় এরই মধ্যে টিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।
সর্বশেষ হিসাবে দেশে এ পর্যন্ত মোট টিকার নিবন্ধন ছাড়িয়েছে এক কোটি ৩৯ লাখ। তাঁদের মধ্যে টিকা পেয়েছেন (প্রথম ডোজ) ৭৫ লাখ ৬০ হাজার ৩৭২ জন (৭০ শতাংশ)। প্রথম ডোজ পাওয়া ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৭২৫ জন। সব মিলিয়ে গতকাল পর্যন্ত টিকা দেওয়া হয়েছে মোট এক কোটি ২৫ লাখ ৯২ হাজার ৭৪৯ ডোজ।