করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীসহ সারা দেশে চলছে দুই সপ্তাহের কঠোর লকডাউন। চলমান লকডাউনের ষষ্ঠ দিনে বুধবার রাজধানীতে বাস ছাড়া সব ধরনের গাড়ি চলছে।
বুধবার সকালে ফার্মগেট, মোহাম্মদপুর, আসাদ গেট, সাতরাস্তা ও কারওয়ান বাজার এলাকা ঘুরে মোড়ে মোড়ে প্রাইভেটকার, মাইক্রোবাস, রিকশা ও ভ্যান চলাচল করতে দেখা যায়। পুলিশের চেকপোস্ট থাকলেও আগের মতো কড়াকাড়ি দেখা যায়নি।
দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, কিছু বেসরকারি অফিস খোলা থাকায় অফিস টাইমে যানবাহন ও মানুষের সংখ্যা অনেক বেশি।
যারা রিকশায় যাতায়াত করছেন, চেকপোস্টে তাদের তুলনামূলক কম আটকানো হচ্ছে।
মোটরসাইকেলের সংখ্যাও দেখা গেছে বেশি আজ। অনেকে ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী নিয়ে যাচ্ছেন। এছাড়া মোড়ে মোড়ে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী নিতে দেখা গেছে।