১৪ দিনের কঠোর বিধিনিষেধের মধ্যেও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। বাংলাবাজার থেকে শিমুলিয়ামুখী ফেরিতে যাত্রীদের চাপ ছিল বেশি। এসব যাত্রীদের প্রায় সবাই ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন।
সোমবার (২৬ জুলাই) সকাল থেকেই যাত্রী ও যানবাহন পারাপার হতে দেখা যায় ফেরিগুলোতে। তবে গত কয়েকদিনের তুলনায় যাত্রীর চাপ কম ছিল।
এ বিষয়ে বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, নৌরুটে বর্তমানে সাতটি ফেরি চলাচল করছে। শিমুলিয়া ঘাটে যানবাহন খুব কম। যাত্রীও নেই বললেই চলে। তবে বাংলাবাজার থেকে আসা ফেরিগুলোতে যাত্রী ও ছোট যানবাহনের চাপ রয়েছে। এসব যাত্রীরা ঢাকায় ফিরছেন।