আজ বাংলাদেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এর মোট লেনদেন হয়েছে ১২৬৪.৪৯ কোটি টাকা। গতকালের ট্রেড ভলিউম ছিল ১৭৯৩.০২ কোটি টাকা। আজ গতদিনের চাইতে ট্রেড ভলিউম কম হয়েছে ৫২৮.৫৩ কোটি টাকা।
আজ দাম বেড়েছে ১৫৯ টি কোম্পানির।
দাম কমেছে ১৭৯ টি কোম্পানির।
দাম অপরিবর্তিত ছিল ৩৪ টি কোম্পানির।
আজ ডিএসই তে মোট ৩৭২ টি কোম্পানির লেনদেন হয়েছে।
আজ দিন শেষে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৯.৯২ পয়েন্ট বেড়ে ৬৪০৫.০৪ পয়েন্টে অবস্থান করছে।
ব্লক ট্রেড
আজ ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৩৬ টি কোম্পানির। আজ ব্লকে মোট ট্রেড হয়েছে ২০.৬৪ কোটি টাকা, গতকাল ব্লকে মোট ট্রেড হয়েছিল ২৫.১৪ কোটি টাকা, আজ ব্লকে গত দিনের চেয়ে ট্রেড কম হয়েছে ৪.৫০ কোটি টাকা।
ব্লকের ট্রেড বাদ দিলে আজকের মূল মার্কেটের ট্রেড ভলিউম ১২৪৩.৮৫ কোটি টাকা। যা গতকাল ছিল ১৭৬৭.৮৮ কোটি টাকা।
আজকে ব্লকে উল্লেখযোগ্য ট্রেড হয়েছে, বিএটিবিসি, বিয়াকন ফার্মা, কেটিএল, স্কয়ার ফার্মা লিমিটেড ইত্যাদি কোম্পানির। আজ টাকার দিক দিয়ে ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিএটিবিসি, বিয়াকন ফার্মা ও স্কয়ার ফার্মা।
উল্লেখ্য ডিএসইএক্স ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পরে আজ ইনডেক্স সর্বোচ্চ স্থানে অবস্থান করেছে। এক বছর আগে গত ১৯ জুলাই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স ছিল ৪০৫০.৬৫ পয়েন্টে। যা আজ (১৯ জুলাই ২০২১) বেড়ে দাড়িঁয়েছে ৬৪০৫.০৪ পয়েন্টে। এক বছরের ব্যবধানে ডিএসইএক্স বেড়েছে ২৩৫৪.৩৯ পয়েন্ট বা ৫৮ শতাংশ।