নাটোর সদর হাসপাতালে করোনায় একজন ও করোনা উপসর্গে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদের মধ্যে নাটোরের চার ব্যক্তি রয়েছেন। এনিয়ে জেলায় গত ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু হলো।
এদিকে জেলায় সরকারি হিসাবে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯৬ জনের। গত ২৪ ঘণ্টায় ৮০৩ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ শনাক্ত হয়েছেন ২১৪ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬.৬৫ শতাংশ।
করোনায় একজন এবং উপসর্গে দুইজন মারা গেছেন। নাটোর আধুনিক সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৯৫জন। জেলায় এ পর্যন্ত ২২৯৬১ জনের নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৮২৮ জন।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন জনপ্রতিনিধি এমপি মন্ত্রী সভায় জনসচেতনতা মাস্ক পরিধানের উপর গুরুত্ব আরোপ করলেও আমাদের জনগণ তা মানতে নারাজ।
এখনো স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমান আদালতের আশ্রয় নিতে হচ্ছে প্রশাসনকে। অথচ প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম তা দেখেও মাস্ক পড়ার প্রতি আগ্রহ নেই মানুষের।