ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক(এপ্রিল-জুন ২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৩ টাকা।
গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ছিল ০.৪০ টাকা। সে হিসাবে গত ৩ মাসে আগের বছরের চেয়ে ইপিএস বেড়েছে ৫৭% শতাংশ। অপরদিকে গত ৬ মাসে(জানুয়ারি-জুন,২১) ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০২ টাকা। গত অর্থ বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৭২ টাকা। সে হিসাবে গত ৬ মাসে, আগের বছরের চেয়ে ইপিএস বেড়েছে ৪২ % শতাংশ। শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩০.৩৫ টাকা । যা আগের বছর ছিল ২৮.০২ টাকা। গত ৬ মাসে কোম্পানিটির (NOCFPS) নেট অপারেশন ক্যাশ ফ্লো হয়েছে (৮.১৫) টাকা, গত বছর ৬ মাসে ছিল (৯.৮৫) টাকা। গতদিনের ক্লোজিং দাম ছিল ১৬ টাকা, সে হিসাবে কোম্পানির বর্তমান PE হলো ৭.৮৪