পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় নির্মনাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক অসন্তোষের ঘটনা নিয়ে বাঙালী শ্রমিক ও বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের ফুলতলী বাজারে নির্মানাধীন পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এতে সজিব (২৫) নামের এক নিরাপত্তাকর্মী আহত হয়েছে। ভাংচুর হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তাকর্মী বক্স। ঘটনার পরপরই উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ, ডিবি পুলিশ ও আর্মড পুলিশসহ ব্যাপক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় বাঙালী শ্রমিকরা বিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে বিক্ষোভ করতে থাকে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, শ্রমিকদের দাবী দাওয়া নিয়ে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রনে রয়েছে। শ্রমিকদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে অচিরেই সমাধান করা হবে।
বাঙালী শ্রমিকরা অভিযোগ করেন, নিয়মানুযায়ী বেতন ভাতা না দিয়ে অপরিচ্ছন্ন কেন্টিনে শ্রমিকদের থাকতে বাধ্য করে কর্তৃপক্ষ। এছাড়া শ্রমিকদের সামান্য ত্রুটি হলে গুনতে হয় মোটা অংকের জরিমানা।
এর প্রতিবাদ করায় শ্রমিকদের ছাটাই ঘোষনা এবং অভ্যšতরে প্রবেশ করতে না দেয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।