পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় স্লুইজ গেটের নিয়ন্ত্রন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত: ১০ জন আহত হয়েছে ।
আজ সোমবার (১২ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মো. ইব্রাহিম, জাকারিয়া, আবুল হোসেন, জাহাঙ্গীর বয়াতী, নূর-হোসেন, রিপন, নুর ইসলাম ও যুবায়েরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ’কাটাখালী’ স্লুইজগেটে ও সরকারী খালে মাছ ধরা নিয়ে স্থানীয় নুর-ইসলাম হাওলাদারে’র সাথে আশিক তালুকদার গ্রুপের সংঘর্ষ হয়।
এতে উভয় পক্ষের অšতত: ৮ জন আহত হয়। এনিয়ে দিনভর কাটাখালী গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করে। কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে।
মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দীন হিরন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খালে জাল পেতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রনে কলাপাড়া থানার পুলিশকে অবগত করা হয়েছে।
স্থানীয় নুর ইসলাম হাওলাদার জানান, তিনি ওই খালের লীজ এনে মাছ চাষ করছেন। তার উপর হামলা করা হয়েছে। তবে আশিক তালুকদার এ ঘটনার সাথে জড়িত নন এবং ঘটনাস্থলেও ছিলেন না বলে জানান।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, দু’পক্ষই খালটি তাদের লীজ আছে বলে দাবী করছে । এ ঘটনায় কোন অভিযোগ কোন পক্ষই দেননি বলে তিনি উল্লেখ করেন।