কবি সুমন সাহা’র ছ’টি কবিতা

সুমন সাহা
সুমন সাহা
2 মিনিটে পড়ুন

প্রয়োজনীয় সম্পর্কঘটিত সেলাই মেশিন

হাসিতামাশার প্রতিযোগিতায় নিকট-স্থানীয়
বিকট আত্মীয় স্বজনের দেখা হয়ে যায়,
পরামর্শ মরামর্শ এক হয়ে যায়_ আউলাও আউলায় যায়! ক্যাচাল_
আপনি একদিকে থাকেন,
অন্যদিকে রাত জেগে থাকে!

সেলাই না জানলে ছেঁড়াই__ ছড়িয়ে থাকে।
ছেড়ে যায়।

সুন্দর ভুলের জন্য অপেক্ষা

হাতঘড়ি ভুলে যাক,
বিরহের সময়!

প্রেমিক ভাবছে__
প্রেমিকা চুপচাপ হয়ে গেলে,
আনমনা শালিখ!

- বিজ্ঞাপন -

দুদিক থেকে সুগন্ধি ছড়ালে
হাত আগায়__ কপাল ঘামে!

আলস্যজনিত ভুলভ্রান্তি

মাথান্যাড়া খেজুর গাছের নিচে হাতপাখা
বিক্রেতার অস্থায়ী দোকানের দুপুর_ দুপুর রোদ চাইলে টিয়াকে, না-চাইলে ময়নাকে মস্তিষ্কপ্রসূত ঝটিকা অভিযানে যেদিকে খুশি সেদিকে নিয়ে যাক, আমি যাচ্ছি না। মফস্বল শহর। দুপুরবেলার ঘোর। দেড়তলা বাসার ছাদ। বকুল ফুল। শিমুল ফুল। সুগন্ধি। মহল্লার মোচড়ের চা-দোকান। … আছি। গরমটা গেলে_ গেলেই,
হাতপাখা বিক্রেতাকে ভুলে যাবে টেবিলফ্যান!
অনেকেই ভুলে গ্যাছে__ সেটাও, বটপাতা জানে!

প্রেম, ফিল্ম, গল্প

রাত নেমেছে_ তোমাদের বাড়ীর পিছনে ঝোপের আড়ালে। ‘তোমাকে চাই’ ফিল্ম দেখে ফেরা প্রিয় নব্বই দশক! মনে পড়ে_

রাত, কে ডাকলো পিছনে—
‘ কে যায় রে?’

প্রশ্ন-উত্তর বাড়ির দিকে যাচ্ছে,
ভুলে যাচ্ছি সব__
আমরা বরং চলতি মাসে ফিল্মের গল্প করবো!

- বিজ্ঞাপন -

কৃতজ্ঞতা

সামনের কথা পেছনে বসাচ্ছি,
প্রেমিক প্রেমিকা হয়ে গেলো
নব-বধূ-বর!

বর্ষার রাইতে প্রেম
নিজ দায়িত্বেই আছে।

বসন্ত,
আপনি এদেরকে দেখে রাখবেন।

- বিজ্ঞাপন -

তোমারে তুমি দেখো

অনেকদিন তোমার প্রসঙ্গে আসো না।
আসতে চাইলে__ ‘না না থাক, আজকে না!’

রেডিও আগের মতোই শুনায়, ইচ্ছে ও অনিচ্ছায়__
অনিচ্ছায় থাকলেও শনিবার বিকালে
সময় আছে তোমার?
ফ্রি থাকলে তোমারে তুমি দেখতে পারো!

তোমারে তুমি দেখো-না কতদিন?

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
১ মার্চ ১৯৮৪ সালে, শেরপুর জেলার নকলা উপজেলায়। তিনি পেশায় একজন শিক্ষক। প্রকাশিত ১ম কবিতা পুস্তকঃ প্রযত্নে- হাই স্কুল রোড (২০১৯)
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!