প্রয়োজনীয় সম্পর্কঘটিত সেলাই মেশিন
হাসিতামাশার প্রতিযোগিতায় নিকট-স্থানীয়
বিকট আত্মীয় স্বজনের দেখা হয়ে যায়,
পরামর্শ মরামর্শ এক হয়ে যায়_ আউলাও আউলায় যায়! ক্যাচাল_
আপনি একদিকে থাকেন,
অন্যদিকে রাত জেগে থাকে!
সেলাই না জানলে ছেঁড়াই__ ছড়িয়ে থাকে।
ছেড়ে যায়।
সুন্দর ভুলের জন্য অপেক্ষা
হাতঘড়ি ভুলে যাক,
বিরহের সময়!
প্রেমিক ভাবছে__
প্রেমিকা চুপচাপ হয়ে গেলে,
আনমনা শালিখ!
দুদিক থেকে সুগন্ধি ছড়ালে
হাত আগায়__ কপাল ঘামে!
আলস্যজনিত ভুলভ্রান্তি
মাথান্যাড়া খেজুর গাছের নিচে হাতপাখা
বিক্রেতার অস্থায়ী দোকানের দুপুর_ দুপুর রোদ চাইলে টিয়াকে, না-চাইলে ময়নাকে মস্তিষ্কপ্রসূত ঝটিকা অভিযানে যেদিকে খুশি সেদিকে নিয়ে যাক, আমি যাচ্ছি না। মফস্বল শহর। দুপুরবেলার ঘোর। দেড়তলা বাসার ছাদ। বকুল ফুল। শিমুল ফুল। সুগন্ধি। মহল্লার মোচড়ের চা-দোকান। … আছি। গরমটা গেলে_ গেলেই,
হাতপাখা বিক্রেতাকে ভুলে যাবে টেবিলফ্যান!
অনেকেই ভুলে গ্যাছে__ সেটাও, বটপাতা জানে!
প্রেম, ফিল্ম, গল্প
রাত নেমেছে_ তোমাদের বাড়ীর পিছনে ঝোপের আড়ালে। ‘তোমাকে চাই’ ফিল্ম দেখে ফেরা প্রিয় নব্বই দশক! মনে পড়ে_
রাত, কে ডাকলো পিছনে—
‘ কে যায় রে?’
প্রশ্ন-উত্তর বাড়ির দিকে যাচ্ছে,
ভুলে যাচ্ছি সব__
আমরা বরং চলতি মাসে ফিল্মের গল্প করবো!
কৃতজ্ঞতা
সামনের কথা পেছনে বসাচ্ছি,
প্রেমিক প্রেমিকা হয়ে গেলো
নব-বধূ-বর!
বর্ষার রাইতে প্রেম
নিজ দায়িত্বেই আছে।
বসন্ত,
আপনি এদেরকে দেখে রাখবেন।
তোমারে তুমি দেখো
অনেকদিন তোমার প্রসঙ্গে আসো না।
আসতে চাইলে__ ‘না না থাক, আজকে না!’
রেডিও আগের মতোই শুনায়, ইচ্ছে ও অনিচ্ছায়__
অনিচ্ছায় থাকলেও শনিবার বিকালে
সময় আছে তোমার?
ফ্রি থাকলে তোমারে তুমি দেখতে পারো!
তোমারে তুমি দেখো-না কতদিন?