বিজ্ঞাপনে খাঁচায় বন্দি দেশীয় পাখি প্রদর্শন এবং এ সংক্রান্ত অপরাধ সংঘটিত হওয়ায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা বাদী হয়ে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছে।
গত বুধবার (৩০ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২-এর ৩৮(২), ৪১ ও ৪৬ ধারায় গ্রামীণফোনকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করা হয়।
এ বিষয়ে গ্রামীণফোনের হেড অফ এক্সটার্নাল কমিউনিকেশন মো. হাসান বলেন, ‘সাম্প্রতিক সময়ে প্রচারিত আমাদের একটি বিজ্ঞাপনচিত্রে দেশীয় পাখির প্রদর্শন সামাজিক মাধ্যমে আলোচিত হয়েছে। বিজ্ঞাপনচিত্রটি বহুলাংশে প্রশংসিত হলেও কিছু দর্শক ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গ্রামীণফোন সব ধরনের মতামতের প্রতি শ্রদ্ধাশীল বলে বর্তমানে বিজ্ঞাপনটি আর প্রচারিত হচ্ছে না।’
তিনি আরও জানা, ‘সংবাদমাধ্যমের মাধ্যমে গ্রামীণফোন এ সংক্রান্ত একটি মামলার বিষয়ে জানতে পেরেছে। মামলা সংশ্লিষ্ট কাগজপত্র হাতে পেলে আমরা এ বিষয়ে মন্তব্য করতে পারবো।’