রাউলে পেপারস

সিদ্ধার্থ সিংহ
সিদ্ধার্থ সিংহ
2 মিনিটে পড়ুন
ছবি: সংগৃহীত

প্রকাশিত হল ‘রাউলে পেপারস্’। হইচই পড়ে গেল সারা দেশে।‌ রাতারাতি ছড়িয়ে পড়ল কবি রাউলের খ্যাতি।

কিন্তু রাউল কে?

মুখ খুলল এক ছোট্ট কিশোর। সে বলল, রাউলে হলেন মধ্যযুগীয় এক ধর্মযাজক। বহু বছর আগে এগুলো লিখে তিনি সেগুলো ত্বন্দি করে রেখে গিয়েছিলেন পুরনো গির্জার একটা সিন্দুকে। উদ্ধার করেছে সে। আছে আরও অজস্র লেখা।‌

ব্যস। এর থেকে আর বেশি কিছু জানা যায়নি। যে কিশোর ছেলেটি এ সব কথা বলেছিল, দারুন দারিদ্র্যের সঙ্গে যুঝে উঠতে না পেরে, একদিন নিরুপায় হয়ে মাত্র আঠেরো বছর বয়সেই সে বেছে নেয় আত্মহত্যার পথ।

- বিজ্ঞাপন -
Untitled design70 রাউলে পেপারস
রাউলে পেপারস 37

আবিষ্কারক মারা যেতে পারে, কিন্তু সে তো বলেছিল আরও লেখা আছে। তা হলে তাঁর আবিষ্কৃত সেই লেখাগুলো কোথায়?

খোঁজা শুরু হয় কবি রাউলের বাকি লেখাজোখার। সন্ধান করতে গিয়ে চমকে ওঠেন সবাই। ফাঁস হয়ে যায় আসল রহস্য। আসলে রাউলে নামে কেউ কোনও দিন কখনও কোথাও জস্মিনকালেও ছিলেন না। উন্মেচিত হয় প্রকৃত সত্য। ওই বালক সন্ধান পেয়েছিল ঠিকই, তবে এই লেখাগুলো নয়। পেয়েছিল অন্য কয়েকটা পুরনো পুঁথি। সেগুলো পাঠ করে সে মোহগ্রস্থ হয়ে পড়ে। পৌঁছে যায় সেই পুরনো পৃথিবীতে। যে সময়ে লেখা হয়েছিল এই কবিতাগুলো, ঠিক সেই সময়ে।

Untitled design68 রাউলে পেপারস
রাউলে পেপারস 38

অবসর সময়ে সে সেই লেখাগুলো পড়ত। দেখে দেখে ঢুকত। নকল করতে করতে শুধু প্রাচীন ভাষা বা ছন্দই‌ নয়, নিখুঁত ভাবে আয়ত্ত করে ফেলেছিল পুঁথির সেই অবিকল হস্তাক্ষরও। এক সময় তার প্রভাবে সেই ভাষা এবং বিষয় নিয়ে নিজেই লিখতে শুরু করে একটার পর একটা কবিতা। কিন্তু তাঁর মতো একটা দরিদ্র বালক কবিতা লিখেছে শুনলে কেউ কি সেটা আগ্রহ নিয়ে পড়বে! ফলে সে নিজেই একটি কাল্পনিক চরিত্র বানিয়ে প্রচার করতে‌লাগল মিথ্যে এক রাউলের অস্তিত্ব।

পাঠকদের কাছে পৌঁছল নতুন তথ্য। বিস্মিত হল সাহিত্য জগৎ। পণ্ডিতমহল। তাই পরবর্তিকালে আর রাউলে নয়, ‘রাউলে পেপারস্’ গ্রন্থটির জন্য কবি হিসেবে স্বীকৃতি পান স্বল্পায়ুর‌ সেই বালক— টমাস চ্যাটারটন।

Untitled design69 রাউলে পেপারস
রাউলে পেপারস 39

অনেক বিখ্যাত কবি‌ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসর্গ করেছেন তাঁদের গ্রন্থ। যেমন প্রবাদপ্রতিম কবি কিটস উৎসর্গ করেছেন তাঁর ‘এনডিমিয়ন’ কাব্যগ্রন্থ। শেলী উৎসর্গ করেছেন তাঁর‌ অত্যন্ত জনপ্রিয় বই— অ্যাডোনেইস।

- বিজ্ঞাপন -

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
২০২০ সালে 'সাহিত্য সম্রাট' উপাধিতে সম্মানিত এবং ২০১২ সালে 'বঙ্গ শিরোমণি' সম্মানে ভূষিত সিদ্ধার্থ সিংহের জন্ম কলকাতায়। আনন্দবাজার পত্রিকার পশ্চিমবঙ্গ শিশু সাহিত্য সংসদ পুরস্কার, স্বর্ণকলম পুরস্কার, সময়ের শব্দ আন্তরিক কলম, শান্তিরত্ন পুরস্কার, কবি সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কার, কাঞ্চন সাহিত্য পুরস্কার, দক্ষিণ চব্বিশ পরগনা লোক সাহিত্য পুরস্কার, প্রসাদ পুরস্কার, সামসুল হক পুরস্কার, সুচিত্রা ভট্টাচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার, অণু সাহিত্য পুরস্কার, কাস্তেকবি দিনেশ দাস স্মৃতি পুরস্কার, শিলালিপি সাহিত্য পুরস্কার, চেখ সাহিত্য পুরস্কার, মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার ছাড়াও ছোট-বড় অজস্র পুরস্কার ও সম্মাননা। পেয়েছেন ১৪০৬ সালের 'শ্রেষ্ঠ কবি' এবং ১৪১৮ সালের 'শ্রেষ্ঠ গল্পকার'-এর শিরোপা সহ অসংখ্য পুরস্কার। এছাড়াও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তাঁর 'পঞ্চাশটি গল্প' গ্রন্থটির জন্য তাঁর নাম সম্প্রতি 'সৃজনী ভারত সাহিত্য পুরস্কার' প্রাপক হিসেবে ঘোষিত হয়েছে।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!