ঘুম
দর্পণে বিষাদ ভাসিয়ে
যন্ত্রণার কারুময় অনুবাদ
নিরীহ নদী জানে, কোন
পাড় ভাঙলে নির্ঘুম হয় রাত।
শিকার ধরে আছি
ক্ষুধার্ত থাবায়
চৌকাঠে দাঁড়িয়ে, লাজ
খিদের কোনো মৃত্যু গন্ধ নেই।
প্রার্থনা
নৈবেদ্যর ওপর মন রেখে
পূজারী ভাত পড়েন কাপড়ের মন্ত্র
স্বর্গচ্যুত দেবতারা জানে
কতো ধানে কতো চাল।
সংসার
খিদে নিয়ে ঘর করতে গেলে
ক্ষেত খামার নিয়ে ভাবতে হয়
মায়া ত্রিভুজে সোহাগ বৃষ্টি
সংসার উপচে পড়ছে সোনার ফসলে।
যাত্রা
পিছু ডাকের পরে, একটা
আশ্চর্য থেমে যাওয়া
হাত খোঁপার একটু নিচে রৌদ্র দাগ
বারবেলার পর, চৌকাঠ পেরোতে নেই।
বিবর্তন
দুঃখের ভিতর যতটা শোক থাকে
জলের পাশে আগুন ঠিক সেই মাপে।
আঘাতের ভিতর ভালোবাসা থাকলে
কান্নাগুলো আপনিই নদী হয়ে ওঠে।