গণ পরিবহন বন্ধ ও সীমিত লকডাউন এর প্রথম দিন আজ সোমবার (২৮ জুন) বরিশলের সড়ক- মহাসড়ক এ কোথাও যাত্রীবাহী গণপরিবহন দেখা যায় নি। ট্রাফিক বিভাগ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বনিয়ে চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। তবে রাস্তায় অসংখ্য মানুষকে বিভিন্ন গন্তব্যে হেটে চলতে দেখা গেছে। কিছু রিকশা মহাসড়কে চলছে। তবে দোকান পাট সর্বত্র বন্ধ দেখা যায় নি।
বরিশাল-ঢাকা মহাসড়ক এ সীমিত খাদ্য, জরুরী পন্য ও মালবাহী যানবাহন চলাচল করতে দেখা গেছে। অধিকাংশ সময়ে মহাসড়ক খালি দেখা যায়।
নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ট্রাফিক সদস্য বিদ্যুৎ জানান, এখানে কাউকেই ব্যাক্তিগত গাড়ী নিয়েও চলাচল করতে দেয়া হচ্ছে না। তিনি জানান কিছু মানুষ বিভিন্ন গন্তব্যে যেতে রিকশা ব্যবহার করছেন।
অসুস্থ রোগী নিয়ে আসা এক ব্যাক্তি জানান গণ পরিবহন বন্ধ থাকায় তিনি অনেক টাকা খরচ করে বিকল্প পন্থায় অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে এসেছেন।
অনেকেই জানান রোগী নিয়ে আসা ছাড় পেলেও রোগীর সাথে স্বজনরা চলাচল করতে পারছে না।
এদিকে বরিশাল নদীবন্দর থেকে কোন অভ্যন্তরীন ও দুরপাল্লার রুটে লঞ্চ চলাচল করেনি। তবে ট্রলারে যাত্রীরা গন্তব্যে যেতে দেখা গেছে।