কোভিড ১৯ মোকাবেলার অংশ হিসেবে ২৭ জুন দেশের তিনটি কারাগারে (ঢাকা কেন্দ্রীয় কারাগার, ফেনী ও কিশোরগঞ্জ জেলা কারাগার) রোগী বহনের সুবিধার্থে তিনটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন।
অ্যাম্বুলেন্স হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোমিনুর রহমান মামুন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোঃ আবরার হোসেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, প্রকল্প সমন্বয়কারী মোঃ আমির হোসেন সহ কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
করোনাকালীন সময়ে গৃহীত সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে জার্মান সরকারের পক্ষে জিআইজেড-এর কারিগরি সহায়তায় এই উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে।
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদপ্তরের অংশীদারিত্বের ভিত্তিতে জিআইজেড বাংলাদেশের এর সহযোগিতায় ২০১৪ সাল থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে।