সৌদি আরবে প্রায় তিন বছর কারাবাস শেষে দুইজন নারী অধিকার কর্মীকে মুক্তি পেয়েছেন। লন্ডনভিত্তিক সংগঠন এএলকিউএসটি রোববার এক টুইট বার্তায় খবরটি নিশ্চিত করেছেন। এই সংগঠনটি সৌদি আরবের মানবাধিকার নিয়ে কাজ করছে।
সাজা শেষ হওয়ায় মানবাধিকারকর্মী সমার বাদাভি এবং নাসিমা আল-সাদাহ রোববার মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।
২০১৮ সাল থেকে শান্তিকামী মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সৌদি আরব। ওই বছরের আগস্টে এই দু’জন নারী অধিকারকর্মীকে গ্রেফতার করে সাজা দেওয়া হয়। তারপর থেকে তারা বন্দী ছিলেন।
সেসময় তাদের মতো আরও কয়েক ডজন অধিকার কর্মীকে গ্রেফতার করা হয়। তাদের অধিকাংশকে এখনো কারাবন্দী করে রাখা হয়েছে বলে জানা গেছে। তারা নারীর গাড়ি চালানো ও পুরুষ অভিভাবকদের আধিপত্যের অবসানের মতো মানবাধিকার ইস্যুগুলো নিয়ে এসব মানবাধিকার কর্মীরা সরব হয়েছিলেন।