এক
গতকাল ছিল প্রথম ঝড়ের রাত
গতকাল ছিল বন্যার কাছে ঋণ।
তখনও ভাঙেনি মাটি দিয়ে গড়া বাঁধ,
বন্যা তখনও ভাসায়নি রাতদিন।
দুই
বাদলা বাতাসে ভাসে জল আনমনা,
সোঁদা গন্ধে মিশে আছে বেপাড়ার ধূলো।
প্রশ্বাসে মিশে যায় কত বিষকণা,
অকারণ ফুঁসে ওঠে চাপা ভুলগুলো।
তিন
বৃষ্টি পড়ে বুকের ভেতর
বৃষ্টি পড়ে মনে।
মনের কোণে লুকোনো মেঘ
ডাকছে ক্ষণে ক্ষণে।
চার
বান এলে দেখো উঁচু অলিন্দ থেকে,
মানুষ না খড়কুটো কী বা আসে যায়।
ঝোড়ো বৃষ্টির ছাঁট মাখো চেখে চেখে,
বানভাসি কান্না শোনার কী দায়?
পাঁচ
দাগ কেটে সরে গেছ ব্যস্ত মানুষ,
জল পড়ে ক্ষত ভরে সময়ের দায়ে।
শরতের নীলাকাশে উড়িয়ে ফানুস
কার কাছে অভিযোগ আকাশের গায়ে
ছয়
ফুলের ওপর ফোঁটা ফোঁটা জল পড়া
ভেজা পাপড়ির পতন অবধারিত
সংস্পর্শে ভাঙনের ভিত গড়া,
পেতে গিয়ে সব যাবতীয় অপহৃত।
অনবদ্য ছন্দ, ঠিক বৃষ্টির কণার মতোই। অসাধারণ