আগাথা ক্রিস্টি যে দ্বীপ নিয়ে দু’-দুটো রহস্য উপন্যাস লিখে রাতারাতি অত্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছিলেন। তার একটির নাম— ‘ডেভিল আন্ডার দ্য সান’, যার বাংলা অনুবাদ হয়েছে ‘সূর্যের নীচে শয়তান’ এবং ‘টেন লিটল নিগারস’ যার বাংলা নামকরণ হয়েছে ‘দশ খুদে নিগ্রো’, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের সেই ছবির মতো ছোট্ট দ্বীপটি অবশেষে বিক্রি হয়ে গেল।
‘বার্গা’র নামের ওই দ্বীপটির বিশেষ আকর্ষণ হল— ডেভেন উপকূল পর্যন্ত বিস্তৃত চমৎকার এক বালুর সড়ক, চৌত্রিশ কক্ষের সুসজ্জিত রাজকীয় একটি হোটেল, মোটামুটি সব কিছুই পাওয়া যায় এমন গোডাউন যুক্ত একটি দোকান এবং দারুণ সাজানো গোছানো একটি পার্ক।
এ ছাড়াও রয়েছে প্রয়োজনীয় এমন অনেক কিছুই, যা আধুনিক জীবনযাপনের পক্ষে যথেষ্ট। আর এ সব ছাড়াও উপরি হিসেবে যা আছে, তার তো কোনও তুলনাই হয় না। সেটা হল, গোটা দ্বীপ জুড়ে এক অদ্ভুত অলৌকিক, মনোরম নৈসর্গিক দৃশ্য।
কিছু দিন আগে ডেভেন বন্দরে এক ধনী গোষ্ঠীর, সামনে বহু আকাঙ্খিত, কম-বেশি করেও প্রায় বাইশ একর জমির এই দ্বীপটি শেষ পর্যন্ত বিপুল টাকার বিনিময়ে নিলাম হয়ে গেল।
প্রথম রহস্য উপন্যাসের নাম “ইভিল আন্ডার দা সান”।