বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচছন্নতাকর্মী গাঁজা -কালাম অবশেষে গাঁজাসহ পুলিশের হাতে আটক হয়েছেন।
শুক্রবার রাতে নগরীর ২৩ নং ওয়ার্ড সাগরদী দরগাহ বাড়ীর সামনে ছালাম চেয়ারম্যান বাড়ীর উত্তর পাশ্বের পাকা রাস্তার উপর থেকে হালিম বেপারীর ছেলে কালাম বেপারী ৫গ্রাম গাঁজা নিয়ে যাওয়ার পথে বরিশাল কোতয়ালী থানার এস আই শাহজালাল মল্লিক তাকে আটক করেন।
এঘটনায় বরিশাল কোতয়ালী থানায় এস আই শাহজালাল মল্লিক বাদী হয়ে গাঁজা কালামের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।
একটি সূত্র জানিয়েছন শেবাচিম হাসপাতালে ৫তলায় গাইনী ওটির ক্লিনার তহমিনা বেগম এর ছেলে কালাম।
কালাম হাসপাতালের কর্মচারীরা কাছে ‘ডিডি কালাম’ হিসেবে পরিচিত।
কারণ তিনি পরিচছন্নতাকর্মী হয়েও পরিচালকের সাথে থাকেন সব সময়।
এছাড়াও কালামের বিরুদ্ধে হাসপাতালের রয়েছে নানা অভিযোগ।
এবিষয়টি জানতে চাইলে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন, বিষয়টি সম্পর্কে আমরা কিছুই জানিনা।
তবে আজ কালাম অফিসে না আসায় অন্য কর্মচারীদের কাছে জিজ্ঞেস করলে তারা বলেন তারা বাবা নাকি অসুস্থ’ তাই তিনি আজ আসেনি।
তিনি আরো বলেন, ঘটনাটি যখন শুনেছি সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে জানতে হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুল ইসলামের মুঠো ফোন ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।