নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামেএকটি কাঁঠাল পাড়াকে কেন্দ্রে করে নিরঞ্জন শীল (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ ওই গ্রামের কালীমন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেচ্ছে, জিনারদী কালীমন্দির সীমানার সঙ্গে নিরঞ্জন শীলের বাড়ী। এই সীমানার মধ্যে কাঁঠাল গাছটি নিরঞ্জন শীল নিজের দাবী করেন। একই সঙ্গে কালীমন্দির কমিটিও দাবি করে।
শুক্রবার বিকালে কাঁঠাল গাছ থেকে নিরঞ্জন শীল একটি কাঁঠাল পাড়েন। এ নিয়ে মন্দির কমিটির সদস্য ও পাশের বাড়ির সুদীপ ব্যানার্জীর সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় সুদীপ ও তার ভাইদের লাঠির আঘাতে নিরঞ্জন মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশপাশের লোকজন এসে নিরঞ্জনকে মৃত অবস্থায় পায়। পরে স্থানীয়রা সুদীপকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
পলাশ থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দীন জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।