নাটোরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৪ জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ৩০৭ জলের নমুনা পরীক্ষা করে এ ফলাফল আসে । শতাংশ হিসেবে ৩০.৬১ পার্সেন্টে। হিসাব মতো নাটোরে গত ২৪ ঘন্টায় সংক্রমনের হার ৭ শতাংশ কমেছে। বর্তমানে জেলায় মোট আক্রান্ত ৩০৯৩ জন।
করোনা সংক্রমন রোধে নাটোরের সিংড়া ও নাটোর পৌরসভায় তৃতীয় দফা সহ জেলার ৮টি পৌরসভা গত বুধবার আরোপ করা কঠোর বিধিনিষেধ চলছে ঢিলেঢালাভাবে। তোয়াক্কা করছেননা ইজিবাইকসহ ব্যাটারি চালিত হালকা যানবাহন চালক।
লকডাউনে নিন্ম আয়ের মানুষদের দুভোর্গ চরমে উঠেছে। কাজের সন্ধানে বা অপ্রয়োজনে তারা বাড়ি থেকে বেরিয়ে আসছেন । স্বাস্থ্যবিধিও মানছেনা এদের অনেকেই। তবে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বিধিনিষেধ আরোপে কঠোর অবস্থানে রয়েছে।
নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের ভ্রাম্যামান আদালত ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা মাঠে রয়েছে।