নাটোরের গুরুদাসপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে জুমাইনগর গ্রামের মৃত কুরবান আলীর ছেলে আব্দুল হাইকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে আব্দুল হাই। সে সময় কিশোরীর চিৎকারে আত্বীয়স্বজন ও স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করতে গেলে সে দৌড়ে পালিয়ে যায়।
বিষয়টি স্থানীয় প্রভাবশালীরা ধামাচাপা দেয়ার জন্য ওই দিন রাতেই ৯০ হাজার টাকা দিয়ে দফারফা করেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে থানায় এসে মেয়ের মামলা করলে অভিযুক্তকে আটক করে পুলিশ।
গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) মো. মনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় সন্ধ্যায় কিশোরীর মা থানায় মামলা করেন। পরে ওই মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।