চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামের রাস্তা বেহাল হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরেই। একটু বৃষ্টি হলেই রাস্তায় কাঁদা জমে যায়। যে কারণে চলাচলে চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। রাস্তা সংস্কারের দাবীতে এবার ধান গাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা।
দীর্ঘদিন যাবৎ এই কাঁচা রাস্তা সংস্কারের দাবী জানিয়েও কোনো সমাধান না হওয়ায় অবশেষে স্থানীয়রা রাস্তায় ধানগাছ লাগিয়ে প্রতিবাদ করেছেন।
দেশ যখন উন্নয়নের মহাসড়কে চলছে, তখন ফরিদগঞ্জের দায়চারা, ইছাপুরা, চৌমুখা, সাহাপুর—এই চার গ্রামের মানুষ উন্নয়নের মহাসড়ক থেকে যেন ছিটকে পড়ছে।
কবি রূপসা বলেন, জামালপুর, বালিছাটিয়া, নদৌনা, দায়চারা, চোমুখা, ইছাপুরা ও রামদাশেরবাগের মানুষের ইউনিয়ন পরিষদে যাওয়ার প্রধান রাস্তা এটিই; কিন্তু বর্তমানে এই রাস্তাটি রিকশা, সিএনজি, ইজিবাইক চলাচলের জন্য সম্পূর্ণভাবে অনুপযোগী। এই ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।