শিক্ষা জাতীয়করণ করা সহ ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে শনিবার বরিশালে শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) বরিশাল কমিটি সাত দফা দাবী আদায়ের লক্ষ্যে শনিবার (১৯ই জুন), সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরের সামনে সদররোডে ঘন্টাব্যাপি এ কর্মসূচির আয়োজন পালন করেন।
সমাবেশের পর নগরীতে এক বিক্ষোভ মিছিল কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
শিক্ষা জাতীয়করণ ছাড়াও শিক্ষকদের এ সমাবেশের ৭ দফা দাবীর মধ্যে রয়েছে : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ভাতা,পূর্ণাঙ্গ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা প্রদান,বেসরকারি কলেজের অনার্স ও মাষ্টার্স প্রর্যায়ের জন্য নিয়োগকৃত শিক্ষকদের এমপিও ভূক্ত করা ও জনবল কাঠামো বৃদ্ধি করা সহ অভিজ্ঞ শিক্ষকদের মতামত গ্রহন করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া এবং অর্থ বছরে শিক্ষা বাজেটে অসংগতি দুর করে শিক্ষা পূনরুদ্ধারের জন্য শিক্ষা বাজেট বৃদ্ধি করার।
বরিশাল আঞ্চলিক কমিটির আহবায়ক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে শিক্ষা জাতীয়করনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আ,ক,ম মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সদস্য সচিব বরিশাল জেলা আঞ্চলিক কমিটি অধ্যক্ষ মসিউর রহমান কেন্দ্রীয় কমিটি সদস্য অধ্যক্ষ জাকির হোসেন হাওলাদার, বরিশাল আঞ্চলিক কমিটি সহ-সভাপতি আনিচুর রহমান,সাধারন সম্পাদক বরিশাল জেলা কমিটি উপাধ্যক্ষ আনোয়ারুল হক,বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক আবদুস ছালাম,সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুসদার,সহ-সম্পাদক অধ্যাপক কামাল হোসেন চৌধুরী,বরিশাল সদর উপজেলা সাধারন সম্পাদক অধ্যাপক শোয়েবুর রহমান,বরিশাল আঞ্চলিক কমিটি যুগ্ম আহবায়ক (বাকবিশিস) অধ্যক্ষ আমিনুর রহমান খোকন ও টুনু রানী কর্মকার,শিক্ষক নেতা আসাদুল হক প্রমুখ।