নাটোরে আজ আক্রান্ত ৭০ মৃত্যু ২ জন

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
3 মিনিটে পড়ুন

নাটোর করোনায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে মরিয়ম (৬০) ও আজগর আলী (৭০) নামে ২ জন মারা গেছ্।এদের মধ্যে গুরুদাসপুরের মরিয়ম গত রাতে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং শহরতলির দত্তপাড়া গ্রামের ৭০ বছরের আজগর আলীকে গতকাল বিকেলে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা ৩৪ জনে। এদিকে গত ২৪ ঘন্টায় ১৭১ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জন করোনা পজেটিভ হয়েছে। সংক্রমনের হার ৪১ শতাংশ। যা গত দিনের চেয়ে ৭.৮৩ শতাংশ বেশী। জেলায় মোট আক্রান্ত ২২৬৫ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতলের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪২ জন। অবশ্য গতকাল ৩১ আসনের করোনা ইউনিটকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। শয্যা উন্নীত করনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এদিকে ৪৪ কর্মকর্তা কমচারীর মধ্যে ১৪ জন করেনায় আক্রান্ত হওয়ায় গতকাল থেকে নাটোর পৌর কার্যালয় অনিদৃষ্টকালের জন্য লকডাউন চলছে। পৌর মেয়র উমা চৌধুরী জলি লকডাউন ঘোষনা করেন ।

- বিজ্ঞাপন -

অপরদিকে সংক্রমন প্রতিরোধে নাটোর ও সিংড়া পৌর এলাকায় জেলা প্রশাসন ঘোষিত ৭ দিনের লকডাউনের ৬ষ্ঠ দিন আজ। কদিনের লকডাউনে নিন্ম আয়ের মানুষদের দুর্ভোগে চরমে উঠেছে। অন্যদিনের মত আজকেও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা শহরের লকডাউন সফল করতে বিভিন্ন গুরুত্বপুর্ন এলাকায় কঠোর অবস্থান নিয়েছে।

লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকেও একাধিক মোবাইল টিম কাজ করছে। এতো কিছুর পরও স্বাস্থ্যবিধি মানতে অনিহা সাধারন মানুষের। প্রয়োজনে বা অপ্রয়োজনে বেড়িয়ে আসছে রাস্তা বা হাট বাজারে।

সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান নাটোর সদর আধুনিক হাসপাতালে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমন বাড়ছে।
জেলা প্রশাসক মো: শাহরিয়াজ জানান, কঠোর বিধি নিষেধ দেওয়া সত্বেও মানুষ স্বাস্থ্যবিধি মানতে চাচ্ছেননা।

ফলে নাটোরে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা কমছেনা। এখনও রেডজোনের তালিকায় রয়েছে নাটোর। করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে প্রধানমন্ত্রী মানবিক সহায়তা হিসেরে খাদ্য সরবরাহ করা হচ্ছে।

পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মেয়র উমা চৌধুরী জলি এসব খাদ্য সহায়তা বিতরণ করছেন। গতকাল রোববার নাটোর-১ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল পৌরসভার ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী মানবিক সহায়তা হিসেরে প্রায় ১ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন।

- বিজ্ঞাপন -

এছাড়া ৩৩৩ নম্বর ফোন কলে পাওয়া আবেদনের প্রেক্ষিতেও উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছেন। তিনি করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলাচলের অনুরোধ জানান। বিশেষ করে মাস্ক পরিধান করে চলাচল করার পরামর্শ দেন তিনি।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!