আজ ১৪ই জুন, তাঁর জন্মদিন।
অবস্থাপন্ন পরিবারের ছেলে এর্নেস্তো চে গুয়েভারা ( জন্ম 14 June 1928, আর্জেন্টিনা; মৃত্যু 9 October 1967, বলিভিয়া)। তিনি চিকিৎসক। চলে গিয়েছিলেন দেশের প্রত্যন্ত অঞ্চলে। বিনা পারিশ্রমিকে চিকিৎসা করেছেন সাধারণ খেটে খাওয়া মানুষের। বিপ্লবী চে সম্পর্কে আলোচনার অন্ত নেই। জন্ম আর্জেন্টিনায়। কিউবার বিপ্লব সফল করবার প্রধান রূপকার। কবিতা ভালবাসতেন। তাঁকে নিয়ে বিশ্ব বরেণ্য কবিরাও লিখেছেন। তাঁর কথা, ‘অনেকেই আমাকে রোমাঞ্চ পিয়াসী বলে ভাবেন। হ্যাঁ, আমি রোমাঞ্চ ভালবাসি, তবে অন্য ধরনের। সে-ই রমাঞ্চ পিয়াসী যে সত্যকে প্রমাণ করার জন্য নিজের জীবনকে বাজি রাখে।’
এর্নেস্তো চে গুয়েভারাকে
কবি: রাফায়েল আলবের্তি (স্পেন)।
অনুবাদ: সৌমিত্র চৌধুরী
দেখেছি তোমাকে, নেহাতই বালক তখন
সেই গ্রামীণ পরিবেশ আর্জেন্টিনার করডোবায়।
ভুট্টা ক্ষেতে পপলার ছায়ায়
পুরাতন ফার্ম হাউসে গরু আর দিনমজুরদের সঙ্গে
খেলায় মত্ত তুমি।
তারপর দেখা হয়নি আমাদের সেই দিনটির আগে
জানতে পারলাম এখন তুমি রক্ত মাখা আলো।
উত্তর আকাশের সেই আলো।
এরপর আর হয়নি দেখা আমাদের সেই দিনের আগে
যখন আমি জানতে পারি তুমি হয়ে গেছ রক্তমাখা আলো,
উত্তর আকাশের সেই উজ্জ্বল তারকা।
প্রতিটি মুহূর্তে তোমাকে দেখতে হবে
কোথায় আমরা দাঁড়িয়ে।