বরিশালের ঐতিহ্যবাহি দুর্গাসাগর দীঘি থেকে ৩৩ কেজি ওজনের বিশালাকৃতির একটি কাতল মাছ সৌখিন মৎস শিকারীদের বড়শিতে ধরা পরেছে।
সোমবার (১৪ জুন) বেলা দুপুরে সৌখিন মৎস শিকারী সোহেল জমাদ্দার জানান, বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দীঘির উত্তর প্রাšেত টিকেট কিনে মাছ শিকারে অংশগ্রহন করেন তিনি সহ একদল মৎস শিকারী।
রোববার প্রথম দিনে বিকেল সাড়ে ৫ টার দিকে আনুমানিক ৩০-৩৩ কেজি ওজনের ওই কাতল মাছটি তার বড়শিতে বাধে।
প্রায় ৮ ঘন্টা অর্থাৎ রোববার দিবাগত রাত দেড়টার দিকে দীঘির দক্ষিন প্রান্ত থেকে বিশালাকৃতির ওই কাতল মাছটি তুলতে সক্ষম হই আমরা। এসময় আমার সাথে বন্ধু সুমীতসহ অনেকেই ছিলেন।
তিনি বলেন, শিকার হওয়া মাছ সাধারণত ওজন দেই না। তবে মাছটির আনুমানিক ওজন ৩০-৩৩ কেজি হবে।
সোমবার বিকেলে মাছ শিকারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর রাতে মাছটি সবাইকে দেখানো হবে বলে তিনি জানান।
প্রতক্ষ্যদর্শী সবুজ হোসেন শিপন জানান, মাছটি বড়শিতে আটকে যাওয়ার খবর পেয়েই সোহেল ও সুমীতের শুভাকাঙ্খীরা দীঘি পারে চলে যান। মাছটি তীরে তোলার পর বাধ ভাঙ্গা উচ্ছাস ছিলো সবার মাঝে। কারন এতো বড় মাছ গত ১০ বছরে দুর্গাসাগর দীঘি থেকে শিকারের খবর পাওয়া যায়নি।এ মাছটি ২৫/৩০ কেজি ওজনের ওপরে হবে।