রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় আট তলা ভবনের সপ্তম তলায় লিফটে আটকা পড়েন এক যুবক। অবশেষে তিনি মো. পরে ৯৯৯ কল করলে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করেন। লিফটে আটকা পড়া ঐ যুবকের নাম ছামিদ ওমর রিমন (২৩)।
আজ শুক্রবার (১১ জুন) রাত পৌনে ৮টার দিকে পল্লবীর বালুঘাটের বাইগার টেক এলাকার ২৬/২ নং ভবনে এ ঘটনা ঘটে।
আটকা পড়া রিমন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামের মো. মনির হোসেনের ছেলে।
কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঐ ভবনের সপ্তম তলায় লিফটে একজন লোক আটকা পড়ে। ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনা স্থলে পৌঁছে এবং স্বল্প সময়ের মধ্যেই মো. ছামিদ ওমর রিমনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, যান্ত্রিক ত্রুটির কারণে লিফটের সমস্যা হতে পারে। যথাসময়ে লিফট রক্ষণাবেক্ষণ করলে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব।