নাটোরে সীমানা জটিলতায় নির্মাণ হচ্ছেনা রাস্তা: জনদুর্ভোগ চরমে!

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
2 মিনিটে পড়ুন
ছবি: মাহাবুব খন্দকার

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌরসভা এবং ৫ নং মাজগাও ইউপি’র সীমানা জটিলতায় একটি রাস্তার বেহাল দশা। দুই পক্ষের ঠেলাঠেলিতে হচ্ছে না রাস্তা উন্নয়নের কাজ, ফলে ব্যাপক জনদুর্ভোগে পড়েছে এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, হারোয়া আনসার ভিডিপি ক্লাব হতে পূর্বপাড়া অভিমুখে রাস্তাটির মসজিদ সংলগ্ন এলাকায় প্রায় ২’শ মিটার রাস্তা ধরে জলাবদ্ধ হয়ে আছে। এতে স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে, এলাকাবাসী পড়েছে চরম দূর্ভোগে।

এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, আমাদের দুঃখ দুর্দশার কথা কয়েকবার জানিয়েছি ৫নং মাঝগাও ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য জাহিদুল ইসলামের কাছে, তিনি বেশ কয়েকবার আশ্বাস দিয়ে গেলেও এখন পর্যন্ত হয়নি রাস্তা উন্নয়ন কাজ।

তারা আরো জানান, উপজেলা পরিষদ থেকে কিছুটা রাস্তার কাজ হয়েছে। কিন্তু সীমানাটি পৌরসভা ও ইউনিয়ন পরিষদ উভয়ের মধ্যে। তারা আর কতদিন পরে রাস্তাটির উন্নয়ন কাজ হবে এবং আমাদের এই দীর্ঘ দুঃখ-দুর্দশার অবসান ঘটবে ?

- বিজ্ঞাপন -

এ বিষয়ে বনপাড়া পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম জানান, রাস্তাটি ইউনিয়ন পরিষদের মধ্যে আমাদের মধ্যে নয়। ৫ নং মাঝগাও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম বলেন- রাস্তাটি পৌর এবং ইউপি উভয়ের, আমি দু’একদিনের মধ্যে জায়গাটি পরিদর্শন করব।

এ বিষয়ে ইউপি সদস্য জাহিদুল ইসলাম প্রথমে রাস্তাটি তার সীমানায় নয় দাবি করেন, পরে বলেন- চেয়ারম্যান সাহেব সহযোগিতা করলে আমি প্রাথমিকভাবে ভরাট দিয়ে জায়গাটি চলাচলের ব্যবস্থা করতে পারি। বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

পৌরসভা আর ইউনিয়ন পরিষদের ঠেলাঠেলিতে জনদুর্ভোগে নাগরিক।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশা পথে চলাচলকারীদের।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!